নাজিম সরদার খুলনা:
গত ১ অক্টোবর ২০২৫ তারিখে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে খুলনা জেলার ডুমুরিয়া থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ এবং টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা।
ডিআইজি পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব যেন শতভাগ নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে মর্মে তিনি সকলকে আশ্বস্ত করেন। পুলিশ সুপার শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে বলেন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে জেলা পুলিশ সব সময় জনগণের পাশে আছে।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।