1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে শিক্ষকদের মানববন্ধন | সকালের খবর ২৪
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

জীবননগরে শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাংগা :২০% বাড়ি ভাড়া,১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতার দাবিতে জীবননগরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এমপিও ভুক্ত স্কুলের শিক্ষকেরা।মঙ্গলবার(২১ অক্টোবর) বেলা ১১ টায় জীবননগর শহর থেকে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষেকেরা।তুমি কে আমি কে,শিক্ষক শিক্ষক, ২০% বাড়ি ভাড়া দিতে হবে,দিতেই হবে,১৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে হবে,দিতেই হবে,৭৫% উৎসব ভাতা দিতেই হবে এই স্লোগান দিয়ে মিছিল টি উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ে এসে শেষ হয়।পরে ইউএনও কার্যালয়ের সামনে সমবেত হয়ে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধিরা।
এসময় বক্তব্য রাখেন জাতীয়করণ আন্দোলনের আহবায়ক মো.শরিফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পাভেল মোহাম্মদ আব্দুর রব,সাধারণ সম্পাদক আবুল হাসেম,জীবননগর ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল রবিউল ইসলাম, মাহমুদ আলম,উথলী ডিগ্রি কলেজের শিক্ষক মহি উদ্দিন,সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। কিন্তু শিক্ষকেরা আজ দেশে চরম অবহেলিত। আমাদের যে বেতন ভাতা প্রদান করে তাতে বর্তমান বাজারমূল্যে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়। যে উৎসব ভাতা প্রদান করে তাতে করে সন্তানদের কিছু কিনে দিতে পারি না।বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যেটা প্রদান করে সেটা আমাদের কিছুই হয়না।আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শ্রেণি কক্ষে ফিরে যাবো না।দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। বক্তব্য শেষে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন হোসেন এর হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষক প্রতিনিধিরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD