মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্য নিয়ে কন্যা শিশু দিবস পালন করা হয়।এ দিবস উপলক্ষে কন্যা শিশু, ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার (৮ সেপ্টেম্বর)সকাল ১১টায় জীবননগর সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জীবননগর সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রমাণিক, সহকারী প্রধান শিক্ষক গাজী মমিনউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হায়াত, কিশোর কিশোরী ক্লাব কর্মকর্তা জহিরুল ইসলাম , ফিরোজ অর রশিদ সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়। কন্যাশিশুকে সঠিকভাবে লালনপালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে পারবে। শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যাশিশু প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অবিচার থেকে কন্যা শিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীলদের নিতে হবে।