

এইচ এম বাবুল আক্তার স্টাফ রিপোর্টারঃ যশোরের অভায়নগর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
এ সময় তিনি বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও পথসভা করেন। পথসভায় তিনি বলেন, “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এ অঞ্চলের জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের পাশাপাশি শিক্ষার প্রসার, তরুণদের কর্মসংস্থান, সড়ক-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করব।”
তিনি আরও বলেন, “জনগণের বিশ্বাসই আমার শক্তি। আমি জনগণের সেবা করার জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাব।”
জামায়াত এদেশের জনগণের ভাগ্যে পরিবর্তনে কাজ করছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধান, সকল ভোটের মূল্যায়ণ, ভোট কেন্দ্র দখল, নমিনেশন বাণিজ্য বন্ধ করতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।
মঙ্গলবার রাতে রাজঘাট জে,জে,আই মিল ৩নং গেট মোয়াল্লেম তলা বাজার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল মত ও পেশার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে।
৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মোঃ রফিকুল হাসান এর সভাপতিত্বে ও শ্রমিক কল্যান সভাপতি মোঃ আব্দুল্লাহ খান এর পরিচালনায়।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির সরদার শরীফ হোসেন, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী মোঃ মহিউল ইসলাম, জামায়াতে ইসলামী পৌর আমির মাওঃ আলতাফ হোসেন, পৌর তদারকি মোঃ গোলাম মোস্তফা, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ৯নংওয়ার্ড শিবির সভাপতি মোঃ হাসিবুর রহমান, ৯নং ওয়ার্ড শ্রমিক কল্যান তদারকি মোঃ নুরুল ইসলাম জমাদ্দারসহ বিভিন্ন এলাকা থেকে আশা শত শত ভোটার ও কর্মিরা উপস্থিতি ছিলেন।