1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
চিলমারীতে দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি ৪ কোটি টাকা আত্মসাৎ প্রতারিত সদস্যদের বিক্ষোভ মিছিল | সকালের খবর ২৪
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিলমারীতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ-গণসংযোগ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার চিলমারীতে দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি ৪ কোটি টাকা আত্মসাৎ প্রতারিত সদস্যদের বিক্ষোভ মিছিল দুর্নীতি-গুম-খুন-ফ্যাসিবাদ মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলাম -মমিনুল হক সরকার মায়ানমার পাচারের সময় বিপুল পরিমান মটর ডাল জব্দ করেছে কোস্টগার্ড নড়াইলে দৈনিক পাঠক প্রবাহের প্রধান কার্যালয়ের উদ্বোধন মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও নদীতে নৌবাহিনীর কড়া নজরদারি হাতিয়ায় বিএনপি প্রার্থী প্রকৌশলী তানভীরের লিফলেট বিতরণ-পথসভা রাজাপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ,গণসংযোগ-কবর জিয়ারত করলেন সেলিম রেজা

চিলমারীতে দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি ৪ কোটি টাকা আত্মসাৎ প্রতারিত সদস্যদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 256;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
নিজেদের গচ্ছিত অর্থ ফেরত পেতে কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারি দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সহস্রাধিক প্রতারিত ভুক্তভোগীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ নতুন বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।
জানা গেছে,উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির নামে একটি সংগঠন ২০০৭ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ওই বছরেই উপজেলা সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন পায় সমিতিটি। সমিতির নাম করে একটি চক্র প্রায় ৩ হাজার সদস্য নিয়ে লোক দেখানো ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে। সমিতিতে টাকা রাখলে উচ্চ হারে লভ্যাংশ প্রদানের লোভ দেখিয়ে বিভিন্ন মেয়াদে তারা ৩ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নেয়। এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
নিজেদের গচ্ছিত অর্থ নিতে গেলে সদস্যদের অনেক দিন ধরে বিভিন্ন রকম টাল বাহানা করে আসছে সমিতির কর্তৃপক্ষ। নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে শনিবার (৪ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে প্রতারিত সহস্রাধিক ভুক্তভোগী। এসময় ভুক্তভোগী ছকিনা বেগম(৬০) জানান, আমি ভিক্ষা করে এবং মাটি কাটার কাজ করে গচ্ছিত সাড়ে ৬ লক্ষ টাকা ওই সমিতিতে রেখেছি । সে টাকা ফেরত না পেয়ে আমি প্রায় পাগল হয়ে গেছি।
খড়খড়িয়া এলাকার রিপন মিয়ার ২লক্ষ ৩০ হাজার টাকা, থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকার জয়ন্ত রায় জয়ন ১ লক্ষ ২২ হাজার টাকা, সরকারপাড়া এলাকার এরশাদুল হক ৮০ হাজার টাকা, জোড়গাছ সাত ঘড়িপাড়া এলাকার সুফিয়া বেওয়া ১ লক্ষ ২৮ হাজার টাকা,একই এলাকার জেলেখা বেওয়া ১ লক্ষ ৪৮ হাজার টাকা, কসভান বেওয়া ৬০ হাজার টাকা, মিম আক্তার ৩৬হাজার ৫০০টাকাসহ প্রায় ৩ হাজার গ্রাহকের নিকট থেকে ৩ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা জানান তারা।
দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নুর আলম জানান, সমিতির পরিচালক আনিসুর রহমান আনিস এবং মিল্টন অর্থ উত্তোলনকারী ১৭জন কর্মচারীর কাগজপত্র তাদের জিম্মায় নেয়ায় আমরা হিসাব দিতে পারছি না। তবে গত এক সপ্তাহ আগে সাড়ে ৩৩ শতাংশ জমি ৯৫ লক্ষ টাকা পরিশোধের জন্য সাতটি দলিল মূলে দেয়া হয়েছে। বাকি গ্রাহকদের পরিশোধ করার মতো অর্থ সমিতিতে নেই।
সমিতির পরিচালক(ঋণ) আনিসুর রহমান আনিস এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD