1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চাকসু হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭২৬ আলফাডাঙ্গায় বিএনপির কমিটিতে আওয়ামী লীগের পদাধিকারীরা! ক্ষোভে ফুঁসছেন দলের পদবঞ্চিতরা ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তরে থাকবেন ৬ লাখ আনসার সদস্য: মহাপরিচালক মোহাম্মদপুরে সেনাবাহিনী-র‍্যাবের যৌথ অভিযান, পিস্তল-মাদকসহ গ্রেফতার ৪ রূপগঞ্জের উত্তরপাড়ার বসেছে বটতলার মেলা গুলশানে নয় কোটি টাকার ঋণখেলাপির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার প্রভাতী বাসে আটকা পড়ে পরীক্ষায় ৩০ মিনিট দেরি: টঙ্গী সরকারি কলেজ ছাত্রদের ক্ষোভ চাকসু হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ নোয়াখালীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার মান্দা উপজেলা বিএনপির সদস্য ইকরামুল বারীর বিভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাকসু হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি :দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর বৃহস্পতিবার, দুপুরে সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।শপথ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব,যুগ্ম সাধারণ সম্পাদক(এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক, খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ১৪টি হল ও একটি হোস্টেল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান স্ব স্ব হলের প্রভোস্ট ও হোস্টেল ওয়ার্ডেন।

তারা হলেন, আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, এ.এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফুয়াদ হাসান, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক।

শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, শহীদ মো. ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. অবদুল মান্নান, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন, নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস.এম. রফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন সুব্রত দাশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD