স্টাফ রিপোর্টার:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিমের বিশাল মোটর সাইকেল শো-ডাউন ও গণসংযোগ করেন।
শনিবার(১১ অক্টোবর) ২০২৫ বিকেলে গোমস্তাপুর উপজেলা থেকে প্রায় ৪ হাজার মোটর সাইকেল নিয়ে ভোলাহাট উপজেলার দলদলী,ঘাইবাড়ী, বারইপাড়া,মুশরীভূজা, আদাতলা,ময়ামারী, পোল্লাডাংগা হয়ে মেডিকেল মোড় দিয়ে বৃহত্তর বজরাটেক , ঝাউবোনা, তেতীপাড়া, ইমামনগর বাজার পর্যন্ত গিয়ে আবার ফিরে আসেন মেডিকেল মোড়ে।
তিনি মেডিকেল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। আশরাফ হোসেন আলিম বলেন, বিএনপির ৩১ দফা শুধু একটি দলীয় ইশতেহার নয়, এটি দেশের জনগণের মুক্তির রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনই আমাদের প্রধান লক্ষ্য। পরে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।#