মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টার।
চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিঃ, সাং:-চর বাংলা, ইউনিয়ন:-চরবিশ্বাস, উপজেলা:-গলাচিপা, জেলা-পটুয়াখালী’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। জানা গেছে, ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় পটুয়াখালী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত সমিতির সভাপতি মোঃ সেরাজ খান। এসময় তিনি তাঁর লিখিত বক্তব্য পাঠ করে যা বলেছেন তা নিম্নে হুবা হুব তুলে ধার হলো-
প্রিয় সাংবাদিক ভাইয়েরা
আমরা অসহায় কৃষক,আমাদের কোন পৈত্রিক সম্পত্তি নাই। আমরা দীর্ঘ-৩০/৩৫ বছর যাবৎ চর বাংলার কৃষি খাস জমি সরকারের কাছে থেকে চাষের অনুমতি নিয়া চাষাবাদ করিয়া জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি। তবে আমাদের চাষকৃত জমির ফসল জোরপূর্বক কেটে নিয়ে যায় এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছে আসছে প্রভাবশালীরা।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা
প্রতি বছরই উপজেলা ভূমি অফিস থেকে আমরা চাষের অনুমতি নিয়া সরকারী খাস চাষাবাদ করি। গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) আমাদের সমিতির ভূমিহীন সদস্যদের নামে সরকারি নীতিমালা অনুযায়ী ১৫০ শতাংশ করে ১৫৫ টি ডিসিআর প্রধান করেন। আমরা ডিসিআর পাইয়া প্রতি বছরের ন্যায় জমি চাষাবাদ করতে গেলে স্থানীর ভূমিদস্যু চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাকের বিস্বাস, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন হাওলাদার এবং চর বাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হাওলাদারসহ আরো ১৪/১৫ জন বিএনপির নেতা কর্মীরা উক্ত জমি চাষে বাধা প্রধান করেন। তারা বলেন সরকারি খাস জমি ৫ আগস্টের পরে আমরা ভোগ দখল করবো তোমরা কেন ডিসিআর নিয়েছো?। বর্তমানে আমাদের চাষাবাদ বন্ধ রয়েছে। আমরা কোন উপায় অন্ত না পেয়ে শেষ আশ্রয় স্থল আপনাদের কাছে এসেছি।
প্রিয় কলম সৈনিক ভাইয়েরা
আমরা দরিদ্র ভূমিহীন কৃষক। তাহারা বিত্তশালী ক্ষমতাবান লোক। তারা আমাদেরকে মারধরসহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। আমরা উপায় অন্ত না পেয়ে গলাচিপা থানার অভিযোগ দায়ের করিলে থানার এ.এস.আই মোঃ জাকির হোসেন সরেজমিনে ঘটনা তদন্ত করে উক্ত বিবাদীদের বিরুদ্ধে ১০৭/১১৭ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন। নির্বাহী কোর্ট আসামিদের বিরুদ্ধে সমন জারি কারে। আসামিরা ৬/১০/২৫ তারিখ বিবাদীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মুচলেকা দিয়েছেন এবং ১৫ জন বিবাদী ২০০০/= টাকা বন্ডে এ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলামের জিম্বায় যায়।
আইনজীবীর জিম্বায়
(১) চর বাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হাওলাদার, (২) মোঃ সাসেম শিকদার, (৩)আজীম সরদার, (৪)আল আমিন খান,(৫)খবির সিকদার, (৬)আজিজুল সিকদার,(৭) মোঃ জসিম প্যাদা, (৮) সুফিয়ান গাজী,(৯)নিজাম গাজী, (১০) জাহাঙ্গীর হাং,(১১), রাজিব খলিফা,(১২) আনোয়ার দর্জি,(১৩)মোঃ ছিদ্দিক মৃধা,(১৪) সবুজ মৃধা ও (১৫) বশার ফকির।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা
অভিযুক্ত ১৫ জন বিবাদী সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারা চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাকের বিস্বাস ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন হাওলাদারের অনুগত লাঠিয়াল বাহিনী হিসাবে এলাকার পরিচিত। তারা বর্তমানে আমাদেরকে এলাকা ছাড়া করার জন্য মারধর, বিভিন্ন ভাবে হয়রানিসহ প্রান নাসের ভয় দেখিয়ে আসছে। মিথ্যা মামলা দেয়া হবে এমন হুমকিও দেয়া হচ্ছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগতেছি। আমরা দরিদ্র কৃষক, বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়ে থাকার মতো আমাদের কোন জায়গা নাই। আমরা চরবাংলাও যেতে পারছিনা তাদের ভয়ে। এতে উপায় অন্ত না পেয়ে আপনাদের কাছে আসছি।
আমরা আপনাদের মাধ্যমে মাননীয় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আবেদন জানাচ্ছি যে আমাদের বসতভিটা ও চাষকৃত ডিসিয়ার কাটা সরকারি খাষ জমি ভোগ দখল করতে পারি এবং আমাদের জীবনের নিরাপত্তার দাবি জানাচ্ছি। পাশাপাশি ভূমিদস্যুদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি।
প্রিয় সাংবাদিকবৃন্দ ,
বর্তমানে আমরা এতটাই অসহায় যে, আপনাদের হস্তক্ষেপ ও সহযোগিতা ব্যতীত অন্য কোন পন্থা না থাকায় নিরূপায় হয়ে আজ আপনাদের দারস্ত হয়েছি। আপনাদের লেখনির মাধ্যমে অপরাধীদের চিত্র প্রকাশ পায়। আমি ন্যায় ও সঠিক বিচার পেতে পারি তাঁর জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
(মোঃ সেরাজ খান)
সভাপতি:-চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিঃ,
সাং:-চর বাংলা, ইউনিয়ন:- চর বিশ্বাস,
উপজেলা:-গলাচিপা, জেলা-পটুয়াখালী।
মোবাঃ ০১৭৯৬৮৩৩৬৫০
উপস্থিত ছিলেন
চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিঃ এর
সাধারন সম্পাদক মজিবর হাওলাদার, সদস্য ফারুক মীর, জালাল তালুকদার, নাসির তালুকদার