নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গুলশান ও বনানীর ৫টি সিসা বারে যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।অভিযানে বিদেশি মদ,বিয়ার, অবৈধ সিসা ও সিসা তৈরির সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. মাসুম বিল্লা, মো. রাব্বি, মো. জুলহাস, রিজোয়ান রোজারীও, নাছির উদ্দিন ও নয়ন হোসেন।
শনিবার (১১ অক্টোবর) রাতে ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা কার্যালয় এবং র্যাব-১ এর ২২ (বাইশ) জন সদস্যসহ ৩টি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে।
রবিবার(১২ অক্টোবর) বিকালে ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা এবং জেলা কার্যালয়, ঢাকার সমন্বয়ে এবং র্যাব-১ এর ২২ (বাইশ) জন সদস্যসহ ৩টি রেইডিং টিম গঠন করে গুলশানের মনটানা লাউঞ্জ, বনানীর দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, এক্সোটিক ও ইউনিক রিজেন্সী হোটেলে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এরমধ্যে গুলশান থানাধীন আর এম সেন্টারে মনটানা লাউঞ্জ থেকে বিদেশি মদ, বিয়ার, সিসা, সিসা তৈরির সরঞ্জামসহ ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। এসময় দুইজন আসামি পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আবু সাইদ ও ইবনুল হাসান মনটানা সিসা লাউঞ্জের মালিক। নিজেদের দখলীয় অবৈধ সিসা বারে আগত অথিতিদের মাঝে নিকোটিন যুক্ত সিসা, বিদেশী মদ, বিয়ার বিক্রয় ও সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।