বাংলাদেশের রাজনীতিতে বরাবরই উত্তাপ ছড়ানো আসনটি হলো গাজীপুর-৩, যেখানে সবসময় রাজনৈতিক গরম আবহাওয়া চলমান থাকে, ফ্যসিষ্ট পরবর্তী সময়ও তার বর্তিক্রম নয়। তাই এ আসনটি দখলে রাখতে বিভিন্ন দলের সাথে পাল্লা দিয়ে ইসলামি দল গুলোর প্রচারণাও বেশ চোখে পড়ার মতো।
আজ ২৩ শে সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলার উদ্যোগে আয়োজিত হয় কর্মী সভা। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হকের ভাগীনা, গাজীপুর শ্রীপুরের কৃতি সন্তান কারা নির্যাতিত আলেম গাজীপুর-৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্তথী মাওলানা এহসানুল হক।
সংক্ষিপ্ত আলোচনা শেষে গণসংযোগ করে দলটির জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলার সভাপতি সহ জেলা ও উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে দলটির নেতাকর্মী গণমাধ্যমকে জানান, এ আসনটির ব্যাপারে তারা আশাবাদী, কারণ তাদের প্রার্থী অন্যসব ইসলামি দলের প্রার্থীর থেকে আলাদা। কারণ তিনি সরাসরি দলের প্রতিষ্ঠাতা মাওলানা আজিজুল হকের নাতী, মাওলানা মামুনুল হকের আপন ভাগিনা, কারানির্যাতিত ও তরুণ গবেষক আলেম। এ দৃষ্টিকোণ থেকে তাদের প্রার্থীই সেরা বলে তারা দাবী করেছেন।