

গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসা শিক্ষকের এলোপাতাড়ি পিটুনিতে আফনান নামে এক শিশুর এক চোখ অন্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ..
গাজীপুর শ্রীপুরে শিক্ষকের পিটুনিতে অন্ধ মাদরাসা ছাত্র!
গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসা শিক্ষকের এলোপাতাড়ি পিটুনিতে আফনান নামে এক শিশুর এক চোখ অন্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বরমী ইউনিয়নে বরমী পশ্চিম পাড়া গ্রামের আব্দুর রহমান বিন আউফ(র) তা’লীমুল কুরআন মাদরাসায় গতকাল বুধবার। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
অভিযুক্ত মাদরাসা শিক্ষক শরিফুল ইসলাম ময়মনসিংহের নান্দাইলের শফিকুল ইসলামের ছেলে। মামলায় মাদরাসার সভাপতি মাসুদুর রহমানকেও আসামি করা হয়েছে। তিনি বরমী পশ্চিম পাড়া গ্রামের মতিউর রহমানের পুত্র।
চোখ হারানো ছাত্র মো. আফনান(১১) ময়মনসিংহের পাগলা থানার উজ্জ্বল মন্ডলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকার বুধবার (৮ অক্টোবর) ভোরে মাদরাসায় সবক দিতে না পারায় শিক্ষক শরিফুল ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে আফনানকে। এক পর্যায়ে একটি আঘাত ডান চোখে লাগে। ওই শিক্ষার্থী চিৎকার করতে থাকলে তাকে বাথরুমে আটকে রাখা হয়। ছাত্ররা উদ্ধার করে তার পিতা কে খবর দেয়।
শিক্ষার্থীর পিতা উজ্জ্বল মন্ডল জানান, মাদরসায় গিয়ে আফনানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। এ ঘটনা মাদরাসার কর্তৃপক্ষ মাসুদকে জানালে সে উদ্ধ্যতপূর্ণ আচরণ করে। এসময় আহত আফনানকে তাৎক্ষণিক মাওনা চৌরাস্তার রওনক জাহান চক্ষু হাসপাতালে নিয়ে যান তিনি। ডাক্তার বলেন, চোখের অবস্থা ভালো নয়।তিনি ঢাকায় ভালো হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে ঢাকার ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন চোখের মনি এলোমেলো হয়ে গেছে। ফুলা কমে গেলে কয়েকদিন পর আবার পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নিবেন। বর্তমানে আফনান ডান চোখে কিছুই দেখতে পায় না। চোখটা মনে হয় অন্ধ হয়ে গেলো। আমি এ অমানুষের বিচার চাই। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।