মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি প্রতিষ্ঠানের (বিএডিসি) কোটি টাকার ডিএপি সার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় প্রশাসনের তৎপরতায় সার বোঝাই কার্গো জাহাজটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।
জানা যায়, সরকারি ৬৩৪০ বস্তা ডিএপি সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী হয়ে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে নরসিংদীর রায়পুরা এলাকার কাছে পৌঁছালে কার্গোর ছয়জন নাবিককে হাত-পা বেঁধে নদীর পাড়ে ফেলে দিয়ে জাহাজটি ছিনতাই করে নিয়ে আসা হয়।
পরে, ছিনতাইকারীরা সার বোঝাই কার্গোটি নবীনগরের নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজারে বিভিন্ন ডিলারের কাছে বিক্রির চেষ্টা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে সার বোঝাই কার্গো জাহাজটি জব্দ করতে সক্ষম হয়।
কার্গো জাহাজটি জব্দ করার সময় প্রায় ১৪০০ বস্তা সার আনলোড করা হয়েছিল। এর মধ্যে শিবনগরের সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা এবং কাইতলা উত্তর ইউনিয়নের সরকারি সার ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মো. বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা সার পাওয়া গেছে। বাকি সারের হদিস এখনো মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে তারা কার্গোটি থেকে সার আনলোড হতে দেখেছেন। প্রথমে শিবনগরের কিবরিয়ার বাড়িতে (সানাউল্লাহ) এবং পরে বাজারের বোরহান মিয়ার গোডাউনে সার নামানো হয়। এরপর থেকে জাহাজটি এলাকায় ভাসমান অবস্থায় ছিল। অনেকে ভেবেছিলেন এগুলো কেউ কিনে নিয়েছে।
এ ব্যাপারে মো. বোরহান উদ্দিন মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার গোডাউনের চাবি নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী ও সাব-ডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে। তাই এসব বিষয়ে তিনি অবগত নন। তার ধারণা, শিবলু তাকে ফাঁসানোর জন্যই এই কাজ করেছে এবং তিনি শিবলুর বিচার দাবি করেন।অন্যদিকে, তোফাজ্জল হোসেন শিবলু বলেন, বোরহান ভাইয়ের গোডাউনের চাবি তার কাছেই থাকত। সানাউল্লাহ প্রতিদিন চাবি নিতে আসলে তাকে দেওয়া হতো, গতকালও দিয়েছেন। এরপর কী হয়েছে তা তিনি জানেন না।
বারবার চেষ্টা করেও সানাউল্লাহর সাথে যোগাযোগ করা যায়নি।ঢাকা অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) আব্দুল আল মামুন রবিবার জানান, তারা অভিযান পরিচালনা করে মালামাল ও সার জব্দ করেছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, নৌ পুলিশের তৎপরতা এবং সারাদিন ধরে নিরবচ্ছিন্ন অভিযানের ফলে প্রায় কোটি টাকার লুট হওয়া সার উদ্ধার এবং সার বহনকারী বাল্কহেডটি আটক করা সম্ভব হয়েছে।