কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটার বালুকাবেলায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১০ অক্টোবর) বিকাল ৫টায় কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আগামী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।ডায়নামিক টিচার্স অব সেকেন্ডারি এডুকেশন, বরিশাল বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।"জ্ঞান, সৌহার্দ্য ও বিনোদনের এক অনন্য আয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার, বরিশাল (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সার্বিক, বরিশাল (যুগ্ম সচিব) মো: আহসান হাবিব, জেলা প্রশাসক, বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক, পটুয়াখালী, ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপনা করেন, সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল, মো: আবদুর রহিম।অনুষ্ঠানে আলোচক ছিলেন, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী, মুহাম্মদ মজিবুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার, ঝালকাঠি, মোহাম্মদ আঃ জব্বার। এ সময় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।