মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটড এর কুড়িগ্রাম শাখায় প্রকল্পের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় তৃতীয় ব্যাচের সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রংপুর বিভাগীয় প্রধান মোঃ আতাহার আলী,এছাড়াও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর কুড়িগ্রাম শাখার মোঃ হোসেন আল ফাহাদ (ট্রেইনার ডিজিটাল মার্কেটিং), মোঃ শাহনেওয়াজ হোসেন (ট্রেইনার গ্রাফিক্স ডিজাইন), মোঃ সাব্বির হোসাইন (ট্রেইনার ডিজিটাল মার্কেটিং) এবং কো-অর্ডিনেটর মোঃ আব্দুল আজিজ, মোঃ রাকিবুল হাসান। অনুষ্ঠানে মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে তরুণরাঃগ্রাফিক্সডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব টেকনোলজি ইত্যাদির বিষয়ের উপর দক্ষতা অর্জন করেছে। ঘরে বসেই আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে আয় করার সুযোগ পাচ্ছে। চাকরির পাশাপাশি অনেকেই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের তরুণরা স্বনির্ভর, দক্ষ জনশক্তি ও ডিজিটাল বাংলাদেশের কার্যকর অংশীদার হয়ে উঠছে।
প্রশিক্ষণ শেষে সেন্টরিং সাপোর্টঃ প্রশিক্ষণ শেষ হওয়ার পরও এখানেই কার্যক্রম থেমে থাকে না। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর অভিজ্ঞ মেন্টরগণ নিয়মিত মেন্টরিং সাপোর্ট সেশন পরিচালনা করেন, যেখানে প্রশিক্ষণার্থীরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সরাসরি কাজ করার জন্য গাইডলাইন পান।
এই সাপোর্ট সেশনঃ মার্কেটপ্লসে কাজ করার কৌশল প্রজেক্ট ডেলিভারি, বিডিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট নতুন টুলস ও আপডেট তথ্য আয়ের সর্বোচ্চ সুযোগ তৈরির দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে প্রশিক্ষণার্থিরা বাস্তবিক ভাবে আয় করতে সক্ষম হন।
ফ্রিল্যান্সিংশেখার উপকারিতাঃ এই প্রকল্পে অংশগ্রহণকারীরা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন ফ্রিল্যান্সং স্কিল অর্জন করেছেন। প্রশিক্ষণ শেষে তাদের জন্য রয়েছে বিশেষ মেন্টরিং সাপোর্ট সেশন, যেখানে ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে মেন্টররা আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ পেতে সরাসরি সহায়তা দেন। নিয়মিত আপডেট ও কৌশল জানানো হয়, যাতে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং থেকে ধারাবাহিক আয় করতে পারে।
যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প” ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর তত্ত্বাবধায়নে বাস্তবায়িত হচ্ছে।