মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ গ্রহন করে।সোমবার ( ২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধার টিম পুরো সময় দায়িত্ব পালন করে। এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থেকে সাঁতারুদের সহায়তা দেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক। এসময় তিনি বলেন, “সাঁতার শুধু খেলা নয়, এটি একটি জীবনরক্ষাকারী দক্ষতা। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই সাঁতার শিখে নেয়, তাহলে তারা আত্মবিশ্বাসী হবে এবং যেকোনো জলসংকট পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে পারবে। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশেও সহায়ক ভূমিকা রাখে। প্রতিযোগিতা দেখতে উপজেলা চত্বরে ভিড় জমে, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনপণর। আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করে পুরস্কার প্রদান করা হবে। স্থানীয় ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা জানান, নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সামাজিক বন্ধন দৃঢ় করবে। তারা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও চিলমারীতে সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে।