

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
ধর্মীয় মূল্যবোধ ও সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ড বিস্তারের লক্ষ্যে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা মোড়ে রাহমতুল্লিল আলামিন ফোরাম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোগলা মোড় এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আহলে সুন্নাতের অফিস উদ্বোধন করা হয়, এসময় হোগলা পুরাতন জামে মসজিদের ইমাম আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আনারুল ইসলাম সালেহী, তিনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের সঠিক আদর্শ ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছে। নতুন এই অফিসের মাধ্যমে সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আরো উপস্থিত ছিলেন মাওঃ নুর মোহাম্মদ, ডাক্তার সাহাবুদ্দিন, আবু ইছাক, তৌহিদ হোসেন, হাবিবুর রহমান, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর সবুর