1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
এক বছরে ১১২টি ভিডিও প্রকাশ করে বাংলাদেশি পর্ন তারকা জুটি: সিআইডি | সকালের খবর ২৪
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিকরগাছায় ভ্যানচালক মাসুদ রানা হত্যার রহস্য উদঘাটন, আটক ৩ “ঢাকা প্রেস ক্লাব’র” নতুন কমিটির নেতৃবৃন্দ কে অভিনন্দন-শুভেচ্ছা জানিয়েছেন সোনালী খবর পটুয়াখালী প্রতিনিধি মহিপুরে বরফ কলের বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ ২০ নানা আয়োজনে কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস-শিশু অধিকার সপ্তাহ পালিত তানোরে শিক্ষকদের সাথে যুগ্ম সচিবের মতবিনিময় সভা বোয়ালমারীতে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ জীবননগরের গয়েশপুর মাধ্যমিক বিদ্যাঃ ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি প্যানেলের জয়লাভ পঞ্চগড়ে মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণের প্রতিবাদে বিক্ষোভ আহত ট্রাফিক সহায়তাকারীর পাশে দাঁড়ালেন: মানবিক ডিএমপি কমিশনার পুলিশের ঊর্ধ্বতন ৬ পদে রদবদল

এক বছরে ১১২টি ভিডিও প্রকাশ করে বাংলাদেশি পর্ন তারকা জুটি: সিআইডি

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে অবস্থান করে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে অন্যতম শীর্ষস্থানে থাকা সেই আলোচিত যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) ভোরে বান্দরবান জেলার হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে সংস্থাটির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট তাদের গ্রেফতার করে।

সিআইডি জানায়, ২০২৪ সাসের মে মাসে অন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকালে মালিবাগের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে আসে, মুহাম্মাদ আজিম ও বৃষ্টি মাত্র এক বছরেই পর্নতারকাদের আন্তর্জাতিক পারফর্মার র‍্যাংকিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম।

তিনি বলেন, ২০২৪ সাসের মে মাসে অন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতো। এভাবে খোলাখুলি এপ্রচারণায় পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতো। এসম প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদেরকে প্রচুর করে বিভিন্ন বার্তা প্রকাশ করতো তারা আগ্রহীরা নতুন ক্রিয়েটর হওয়ার জন্য ভাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নতুনদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাদের কাজ। যেমন। টেলিগ্রাম চ্যানেলে নতুন ক্রিয়েটর এড করসে নগদ অর্থ প্রসান করা হবে মর্মে তারা বিজ্ঞাপন দিতো।

জসীম উদ্দিন খান বলেন, প্রাথমিক বিদ্যাদরের গণ্ডি পার হতে না পারা এ যুগল দরিজ পরিবার থেকে উঠে আসলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনধারার বহু ছবি। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একইসাথে বেআইনি হওয়ায় সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট দ্রুততার সাথে এই পর্ন তারকা যুগলকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ডাইপডসহ পন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি আলামত হিসেবে জব্দ করা হয়।

সিআইডি জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুকরণসহ তাদেরকে আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD