মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে রেজোয়ান আহম্মেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের খোঁয়াজখামার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রেজোয়ান ওই গ্রামের লিটন মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।
নিহত শিশুটির পরিবার জানায়, বিকেলে বাড়ির পাশে খেলা করছিল শিশু রেজোয়ান। পরে তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে খালের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখে। পরে সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।