মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা জলবায়ু পরিষদ’র উদ্যোগে “স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাঃ জনপ্রতিনিধিদের অঙ্গীকার” শীর্ষক এক মতবিনিময় সভা উলিপুর বণিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবগঠিত উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এই সংলাপে বক্তব্য রাখেন নারী সংগঠনের নির্বাহী পরিচালক ও উপজেলা জলবায়ু পরিষদ’র সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদস্য চাষী নূরুন্নবী সরকার, সাহিদা বেগম নারী উন্নয়ন সংস্থা থেতরাই, মিজানুর রহমান বিপ্লব অধ্যাপক-উলিপুর মহিলা কলেজ, ইকবাল হোসেন চাদ- ভারপ্রাপ্ত সভাপতি উলিপুর বণিক সমিতি, মাওঃ মমতাজুল হাসান কারিমী সভাপতি উলিপুর প্রেসক্লাব, গোলাম মোস্তফা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, চাষী নজরুল ইসলাম, মাসুদরানা সভাপতি যুবফোরাম ধামশ্রেণী ইউনিয়ন প্রমূখ। সংলাপে, উলিপুর উপজেলা জলবায়ু পরিষদ’র ১৫টি ইস্যু রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অন্তর্ভুক্ত করার আবেদন করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উলিপুর পৌর মেয়র মোঃ হায়দার আলী মিঞা, জামাত নেতা মুহাঃ মুছা মিয়া, জাতীয় নাগরিক পার্টী-সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওঃ আতাউর রহমান, কমিউনিস্ট পার্টির সভাপতি ফেরদৌস কবির, বাসদ নেতা-সাঈদ আমিন আক্তার প্রমূখ।