মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলয় চ্যাম্পিয়ন হয়েছে হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা উচ্চ-বিদ্যালয় এ্যন্ড কলেজ। উপজেলা পর্যায়ে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত ৫টি ইভেন্টে এ খেলা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরা ট্রফি জিতেছে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে আনন্দ উল্যাস মেতে উঠে।
উপজেলা পর্যায়ে ৫টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েরা বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করে হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা উচ্চ বিদ্যালের ছাত্রীরা ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পান। পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয় অর্জন হওয়ায় তারা অনেক খুশি।
খেলায় অংশগ্রহণ করা মেয়েদের মধ্যে লিলুফা, জুই, বর্ণ, মিতু, আখি মনি, সাদিয়া, আমিনা, মিলা, ফারজানা, ফারহানা, জান্নাতি, হিমু, জিমু, আখি খাতুন, প্রমিতা, ছাবিনা, নাসরিন, হাবিবা সহ অন্যান্য অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, নিয়মিত অনুশীলনের ফলে আমরা আজ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেয়েছি। জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হবেন বলে তারা আশাবাদী।
অত্র প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক আসাদুজ্জামান (নওয়াব) বলেন, আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক অনুশীলনের কারণেই এ সফলতা পেয়েছি। জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন বলেন, ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়। তার মধ্যে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলায় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ারা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পান। তিনি আরও বলেন, সফলতার পিছনে আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকের চেষ্টাই হয়েছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবে বলে আশা করেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ জানান, ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উপজেলা পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়। তার মধ্যে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলায় হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় এ্যন্ড কলেজের মেয়েরা উপজেলা পর্যায়ে চ্যম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পান।