মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে সংবর্ধনা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর প্রেসক্লাব হলরুমে 'বন্ধু আমার' ৮৮ এসএসসি ব্যাচের পক্ষ থেকে নানা আয়োজনে উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে সংবর্ধনা জানানো হয়। 'আমরা বন্ধু' এসএসসি ৮৮ ব্যাচের উপজেলা যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় ও 'বন্ধ আমার' এসএসসি ৮৮ ব্যাচের আহ্বায়ক, শামীম আক্তার আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সংগঠনের আহ্বায়ক মাহমুদ হাসান অভি, উলিপুর প্রেস ক্লাব সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী , সাংবাদিক মঞ্জুরুল হান্নান, মোন্নাফ আলী, আলহাজ্ব মোঃ নুরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব, উত্তর দড়ি কিশোরপুর সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুন্নবী,রাজনগর হাসানিয়া সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, অভিনন্দিত প্রধান শিক্ষক মাহবুবার রহমান প্রমুখ। বক্তরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গুনি ও সৃজনশীল প্রধান শিক্ষক মাহবুবার রহমানের এমন কৃতিত্বে আমরা গর্বিত ও আনন্দিত। অভিনন্দিত শিক্ষক মাহবুবার রহমান সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমি যেনো এই অর্জন রক্ষা করতে পারি এবং প্রিয় বিদ্যাপীঠের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, আসন্ন বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদরাসা পর্যায়ে শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, মানসম্মত শিক্ষা প্রদান, বিদ্যালয়ে সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এ সম্মাননায় ভূষিত হন শিক্ষক মাহবুবার রহমান।