

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুকুয়া স্বাস্থ্য কেন্দ্রে ২০২৫-২০২৬ আর্থিক বছরের জন্য ইজিপি পদ্ধতিতে বরাদ্ধের ৪৭ লাখ ৮৫ হাজার টাকার এমএসআর সামগ্রী ক্রয়ের লক্ষে আহবানকৃত দরপত্রে ব্যাপক অনিয়ম ও দূনীতির বিচার চেয়ে বরগুনা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন দরপত্রে অংশগ্রহন কারী মেসার্স বিথি ট্রেডাসের মালিক মোসাঃ সামসুন্নহার
রুবী। বরগুনার সিভিল সার্জণ বরাবর দেয়া দেয়া লিখিত অভিযোগে জানা যায়, আমতলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ইজিপি পদ্ধতিতে ৬টি গ্রুপে ৪৭ লাখ ৮৫ হাজার টাকার মেডিকেল সামগ্রী ক্রয়ের জন দরপত্র আহবান করিলে ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতিতে অনলঅইন প্লাটফর্মে দরপত্র দাখিল করিয়াছি।ইটেন্ডার নোটিশ অনুয়ায়ী ১৮ সেপ্টেম্বর/২০২৫ বেলা ২ টার ক্রয়কারী পিই মহোদয়ের অফিস কক্ষে টেন্ডার ওপেন হয়। কাগজ পত্র যাচাইয়ে সর্বনিম্ন টেন্ডারদাতা মেসার্স বিথি ট্রেডার্সকে কাজ না দিয়ে উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃচিন্ময় হাওলাদার টেন্ডার কনসালটেন্ট আরিফুর রহমান ইমন ঠিকাদারী প্রতিষ্ঠান সিকদার ইন্টারন্যাশনালকে দুর্নীতির মাধ্যমে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য অনুমতি প্রদান করেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে মেসাস বিথি ট্রেডার্স এর মালিক সামসুন্নাহার রুবী বরগুনার সিভিল সার্জন বরাবর দুনীতির বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন। এ বিষয় আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃচিন্ময় হাওলাদার তার বিরুদ্ধে আনীত
অভিযোগ অস্বিকার করেন। বরগুনার সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ আবুল ফাত্তাহ অভিযোগ পাওয়ার কথা স্বিকার করে বলেন অভিযোগটি ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কতর্ৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।