
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের
বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে অপ প্রচারের অভিযোগ পাওয়া গেছে। একটি কুচক্রি মহল আমতলীতে
যোগদান করার পূর্বের কিছু ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পত্রিকায় অপপ্রচার
চালাচ্ছেন।
জানা গেছে গত ১৩ই মে মোঃ রোকনুজ্জামান খান আমতলী উপজেলা নিবার্হী অফিসার পদে যোগদান
করেন। যোগদান করার পর আমতলীর সাধারণ মানুষের কাছে একজন মানবিক সরকারি কর্মকর্তা হিসেবে
পরিচিতি লাভ করেন এবং স্বচ্ছতা ও দক্ষতার সহিত আমতলী উপজেলা পরিষদ পরিচালনা করে আসছেন। সাধারণ
ও অসহায় দরিদ্র মানুষের কাছে জনগনের কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন এবং আমতলী উপজেলার
বিভিন্ন খাতে চলমান উন্নয়নমূলক কাজগুলো সঠিক ভাবে তদারকি করে আসছেন। এতে অবৈধভাবে যারা
উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সুবিধা নিতে পারে না তারা উপজেলা নির্বাহী অফিসারে
বিরুদ্ধে মিথ্যা অসত্য ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলা নিবার্হী অফিসারের
আমতলীতে যোগদান করার পূর্বে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার থাকা অবস্থায় কিছু ছবি
দিয়ে সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে আমতলীর ইউএনও এর সাথে আওয়ামীলিগের নেতাদের সখ্যতা
শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এতে আমতলী উপজেলার বিভিন্ন স্তরের বিভিন্ন দলের নেতাকর্মিরা
ক্ষোভ প্রকাশ করে বলেন একজন মানবিক ইউএনও তার বিরুদ্ধে এটা গভির ষড়যন্ত্র আমরা এসবের নিন্দা
জানাই।
জানা গেছে গত ৬ই এপ্রিল পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থাকা অবস্থায় তার মাকে
আমতলী থেকে ঢাকা পাঠিয়ে দেওয়ার সময় আমতলী নতুন বাজার চৌরাস্তা সংলগ্ন হোটেল সকাল
সন্ধ্যায় আমতলী কলাপাড়া ও পাথরঘাটার কিছু সরকারী কর্মকতার্দের ঐ হোটেলে দেখে সেখানে কিছুক্ষন
বসে চলে যান । ঐ সময় টেবিল এর একপাশে সরকারি কর্মকতার্দের বসার পরেও চেয়ার খালি থাকায়
আমতলীর আওয়ামীলিগ নেতা গাজী সামসুল হক খালি চেয়ারে বসে নাস্তা খান সে সময় কে বা কারা
ছবি তুলে রাখেন। ১৩ই মে ২০২৫ আমতলীতে যোগদান করার পরে সুষ্ঠ ও সুন্দর মতো আমতলী উপজেলা
নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপালন করে যাচ্ছেন।
একটি মহল উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে অবৈধ ভাবে সুবিধা নিতে না পেরে সেই ছবি
দিয়ে আওয়ামীলিগের নেতাদের সাথে ইউএনও সখ্যতা ।আওয়ামীলিগ পূর্ণবাসনে ইউএনও শিরোনামে
নিউজ করায়। অপর একটি ছবিতে উপজেলা আওয়ামীলিগ এর সহসভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম মৃধার
ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাল আল মামুন বিপ্লবের সাথে সখ্যতা শিরোনামে
সংবাদ প্রকাশ করে।
উল্লেখ আবদুল্লাল আল মামুন বিপ্লব ২০১৩ সাল থেকে খাদ্য কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরি করে
আসছেন। আব্দুল্লাহ আল মামুন বিপ্লব এর যে ছবিটি প্রকাশ করা হয়েছে ওই ছবিটি হলো
পটুয়াখালীর কলাপাড়া বরগুনা আমতলীর খাদ্য অফিসারদের একটি পারিবারিক অনুষ্ঠানের ছবি। আবদুল্লাহ
আল মামুন বর্তমানে কোন রাজনীতির সাথে জড়িত নয় সে সরকারি কর্মকর্তা হিসেবে চাকুরি
করছেন সেই ছবি প্রকাশ করে আওয়ামীলিগ সখ্যতার কথা বলা হয়েছে।সরকারি কর্মকর্তার সাথে
উপজেলা নির্বাহী অফিসারের ছবি তোল আওয়ামীলিগ সখ্যতা হয় কিভাবে এই প্রশ্ন আমতলী উপজেলা
বিএনপি যুবদল ছাত্রদল নেতাসহ সাধারন মানুষের।আমতলী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল
আহম্মেদ খান বলেন এ নিউজ এর কোন ভিত্তি নেই আমরা কখনো তাকে আওয়ামীলিগ নেতাদের সাথে
সখ্যতা দেখি নাই।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন আমি আমতলীতে যোগদান করার
পরে কোন আওয়ামীলিগ নেতাদের সাথে বৈঠক করার প্রশ্নই আসে না। আমি তাকে চিনিনা।