

আমতলী (বরগুনা)প্রতিনিধি: বরগুনা আমতলী পৌরসভায় যৌথবাহিনী চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ২৩ (অক্টোবর) সকাল ১০টায় আমতলী উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন (পটুয়াখালী-
কুযাকাটা ) মহা সড়কে তিন ঘন্টা ব্যপি চেক পোস্ট পরিচালনা করা হয়।এসময় লেঃ হোসেন মোহাম্মদ বিল্লাল এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট ০১ টি সেকশন, আমতলী থানা পুলিশের ০৫ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট কার্যক্রম পরিচালনা হয়।চেক পোস্টচলাকালীন সময়ে বাস,ট্রাক,প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও
সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। তল্লশী, মামলা, আটক ও জরিমানাকৃত যানবাহনসমূহের মধ্যে ৯০ টি মোটর
সাইকেল ২৩ টি বাস, ১০ টি প্রাইভেট কার,১২ টি ট্রাক,১০ টি মাইক্রো,১৫ টি সিএনজি,৯টি মাহিন্দ্রাসহ ১১ টি মামলার বিপরীতে জরিমানাঃ ৪২ হাজার টাকা এবং বৈধ কাগজপত্র না থাকায় ২ টি মোটর সাইকেল, ১ টি সিএনজি ও ১ টি মাহিন্দ্রা জব্দ করা হয়।লেঃ হোসেন মোহাম্মদ বিল্লাল জানান,আমাদের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।