আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে জমিজমা নিয়ে বিরোধে হামলা ও মারধোরের স্বীকার হয়ে আমতলী থানায় মামলা দায়ের করারপর প্রতিপক্ষের মিথ্যা মামলা
হামলার ভয়ে ভীত হয়ে প্রশাাসনের কাছে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেণ উপজেলার আঠাগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের মো. দুধাল হাওলাদার।মঙ্গলবার দুপুর ১২ টায় আমতলী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মো.দুধাল হাওলাদার তার লিখিত বক্তব্য বলেন তাদের সাথে একই বংশের আব্দুস সালাম প্যাদা
গংদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ।এই বিরোধকে কেন্দ্র করে ০৫ অক্টোবার রবিবার সকাল সাড়ে ১০টার সময় দুধাল প্যাদার চাচা মোঃ ইউসুফ প্যাদা (৫৫), মোঃ হারুন প্যাদা (৪৮)দুদাল প্যাদার মোঃ জাহাঙ্গীর প্যাদা (৪০) ও মোঃ শাহাবুদ্দিন প্যাদা (৩০), চাচাতো ভাই মোঃ খোকন প্যাদা (১৯) সোনাখালী সাকিনস্থ আমাদের ভোগ দখলীয় জমিতে চাষাবাদের জন্য যায়।
তখন আব্দুস সালাম প্যাদা গংরা দাও, বগী, লোহার রড, স্টিলের পাইপ ও লাঠিসোটা নিয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়া চাষাবাদের বাঁধা প্রদান করে ইউছুফ প্যাদা (৫৫) হারুন প্যাদা
(৪৫) জাহাঙ্গির প্যাদা (৪০) শাহাবুদ্দিন প্যাদা (৩৬)খোকন প্যাদা (১৯) রিনা (৩৫) চন্দ্র ভানু (৬৫ )কে পিটিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় দুধাল প্যাদা আমতলী থানায় মামলা দায়ের করেছেন।থানা পুলিশ মামলার তদন্ত করছেন। থানায় মামলা করায় সালাম প্যাদা গংরা পুনরায় হুমকি দামকি দিতেছে । এ ঘটনায় সালাম প্যাদা গংদের বিচার চেয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন মো. দুধাল প্যাদা গংরা। আমতলী থানার এস আই মো. হানিফ বলেন,মামলার তদন্ত চলছে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।