আত্রাই উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কাশিয়াবাড়ী খালে অবৈধ সুতিজাল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের লাগবাড়ি ও জাম গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত এই খাল থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ২.৩০ হতে বিকেল ৫.৩০ পর্যন্ত অভিযান পরিচালনা করে
সুতিজাল উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা জালগুলো আগুনে পুড়িয়ে ভুশীভূত করা হয়। এ সময় আত্রাই থানা পুলিশের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।
আত্রাইয়ে অবৈধ সুতিজাল উচ্ছেদ,মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক জানান, খাল থেকে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এই অভিযান করা হয়েছে। প্রাকৃতিক জলাশয় থেকে অবৈধ সুতিজাল উচ্ছেদ করা আমাদের নিয়মিত কাজ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান বলেন, কাশিয়াবাড়ী খালে অবৈধ সুতিজাল পেতে মাছ শিকারের অভিযোগ পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেই।
এই খালে যাতে কেউ অবৈধভাবে মাছ শিকার না করতে পারে, সে জন্য নজরদারি রাখা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর এবং মাছের প্রজনন বাধাগ্রস্ত করে।