

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
জানা গেছে, বিজ্ঞপ্তি অনুসারে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তরের উপ – খাদ্য পরিদর্শক পদের বাছাই ( MCQ type)পরীক্ষা ২৫ অক্টোবর শনিবার২০২৫ইং অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষার পটুয়াখালী জেলা থেকে প্রার্থী সংখ্যা ১১,২৫৯ জন এবং কেন্দ্র সংখ্যা ১১ টি। পটুয়াখালী শহরে অবস্থিত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে – লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী ও ১০৫ নং লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়,পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী সরকারীজুবলী উচ্চ বিদ্যালয়,পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রি কলেজ, নাসিং ইনষ্টিটিউট (পটুয়াখালী মেডিকেল কলেজ সংলগ্ন হসপিটাল রোড) ও আবদুল করিম মৃধা কলেজ এ।