স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলার নলামারা এলাকায় একটি মাছের ঘেরের পাশ থেকে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নসিব উপজেলার গোপিনাথপুর গ্রামের হামিদ তালুকদারের ছেলে।পুলিশের ধারণা, মাছ চুরি করতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হয়ে থাকতে পারেন।বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নলমারা এলাকার গোবিন্দ ও প্রদীপের ঘেরের পাশে স্থানীয়রা নসিবের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে অভয়নগর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা নসিবের মরদেহ উদ্ধার করে দেখতে পায়, তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নসিব তালুকদার মাছ চুরি করতে ওই ঘেরে প্রবেশ করেছিলেন। এ সময় তাকে দেখে স্থানীয়রা “চোর, চোর” বলে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।এই ঘটনার পেছনে আর কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।