1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির পরীক্ষিত নেতৃত্ব 'গোলাম রসূল রাজা' | সকালের খবর ২৪
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের উদ্যোগে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম, শ্যামবাজারে ছয়জনকে সাজা রাজধানীতে ঝটিকা মিছিল ঘিরে গ্রেফতার আরও ২২ জীবননগরে স্বর্ণ ছিনতাই মামলায় গ্রেফতার -১ দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট ৪৪ হাজার টাকা জরিমানা বোদা পৌর শহরের জমিদারপাড়া পৌরসভার ‘গ্যাজেটে’ অন্তর্ক্তুকরণের জন্য মানববন্ধন বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন নওগাঁয় প্রায় ১কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-৪ রূপগঞ্জে ৪ যুবলীগ-ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ

২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির পরীক্ষিত নেতৃত্ব ‘গোলাম রসূল রাজা’

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬০৪ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি:

২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক গোলাম রসুল রাজা একজন পরীক্ষিত নেতৃত্ব। এই পরীক্ষিত নেতার পারিবারিক ও দীর্ঘ রাজনৈতিক জীবনের বিষয়াদী যথাযথ ভাবে নিম্নে তুলে ধরা হলো।তাঁর পিতা মরহুম মকবুল হোসেন ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নাগেশ্বরী উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি। পারিবারিক ভাবেই রাজনীতিতে শক্তিশালী ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছেন।

১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। শাহ মখদুম হল শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ১৯৯০ সালের এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করে নিজেকে প্রমাণ করেছেন আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাহসী ও ত্যাগী নেতা হিসেবে।

স্থানীয় নেতৃত্বেও তার রয়েছে ধারাবাহিক সাফল্য । ১৯৯৯ সালে নাগেশ্বরী উপজেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত হন।২০০৯ ও ২০১৫ সালে ধারাবাহিকভাবে দুইবার প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়ে নেতাকর্মীদের আস্থা, ভালোবাসা ও গণতান্ত্রিক বৈধতা অর্জন করেছেন। আন্দোলন-সংগ্রামেও ছিল তার বলিষ্ঠ ভূমিকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন এবং একদফা দাবির আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়েছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিটি মিছিল, সমাবেশ ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

বর্তমান সাংগঠনিক অবস্থানের দিক থেকেও দিচ্ছেন যোগ্য নেতৃত্বের পরিচয়। ৭ এপ্রিল ২০২৫ সালে কুড়িগ্রাম জেলা বিএনপি অনুমোদিত ১৯ সদস্যবিশিষ্ট নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে তাঁর নেতৃত্বে গঠিত ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত হয়। যোগ্যতার ভিত্তিতে তিনি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী।

অধ্যাপক গোলাম রসুল রাজা, রাজনৈতিক পরিবার ও ঐতিহ্যের উত্তরাধিকারী। ছাত্রজীবন থেকে আন্দোলন-সংগ্রামে ছিলেন সক্রিয় অংশগ্রহণকারী। উপজেলা পর্যায়ে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত ও পরীক্ষিত নেতৃত্ব। স্থানীয় ও জাতীয় পর্যায়ে দলীয় কর্মসূচিতে রয়েছে তার ধারাবাহিক সক্রিয়তা। ত্যাগ, সাহস ও সংগঠিত নেতৃত্বের অভিজ্ঞতা। পাশাপাশি বর্তমানে উপজেলা বিএনপির সক্রিয়, কার্যকর ও গ্রহণযোগ্য নেতৃত্ব।ছাত্রজীবন থেকে অবিচল রাজনৈতিক ভূমিকা, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা,স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্ব এবং বর্তমান সাংগঠনিক শক্তির সমন্বয়ে অধ্যাপক গোলাম রসুল রাজা ২৫ কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন যোগ্য, ত্যাগী, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মনোনয়ন প্রত্যাশী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD