

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার স্যার স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাকঝমকপূর্ণ ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর, মেঘনা উপজেলার সাবেক বিএনপি সভাপতি মো. রমিজ উদ্দিন লন্ডনি, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো. গোলাম ফারুক এবং মরহুম হারুন সাহেবের ছেলে টুটুল রোহান।
উদ্বোধনী খেলায় অংশ নেয় হোমনা দাদন স্যার একাডেমি ও দাউদকান্দি পৌরসভা দল। খেলায় দাদন স্যার একাডেমি দাউদকান্দি পৌরসভাকে ৫-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলায় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
খেলা পরিচালনা করেন মো. সফিকুল ইসলাম মুন্না এবং ধারাভাষ্যকার ছিলেন কবি দেলোয়ার।জানা যায়, ৮ টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।