

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় বজ্রপাতে দুই বোন ও একজন পুরুষসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। এবং একজন আহত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালাদক্ষিণ গ্রামের মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) তার ছোট বোন জাকিয়া (২৩) এবং অপরজন হলেন আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩ টার দিকে তারা ভবানীপুর (ঘাগুটিয়া)- উজানচর খেয়াঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তারা একটি টিনের ছাউনির নিচে আশ্রয় নেয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একটু দূরে থাকা অপর জন আহত হয়।
এরপর স্থানীয়রা এসে দুই বোনের লাশ উদ্ধার করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। অপরজন কে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।