

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় নানার বাড়িতে বেড়াতে এসে মো. মিনহাজ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকালে উপজেলার কালমিনা গ্রামে ডোবার পানিতে ডুবে শিশু মিনহাজের মৃত্যুর এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ(৩) বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী মো. মোখলেস মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার সে তার মায়ের সাথে তার নানার বাড়ি কালমিনা বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে মিনহাজ তার নানার বাড়ির উঠানে খেলা করছিল। বাড়ির সকলের অগোচরে কোন একসময় সে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষন পর তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে স্বজনরা। কিছু সময় পর বাড়ির পেছনের ডোবায় ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা। এরপর তাকে দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।