

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাকসুদা রিমা।
রবিবার (১২ অক্টোবর) সকালে হোমনা উপজেলা সদরে জনসাধারণের মাঝে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।সকাল ১১ টায় হোমনা উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার এর কবর জিয়ারত করেন মাকসুদা রিমা। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাকসুদা রিমা আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জানান। বক্তব্য শেষে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে হোমনা সদরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ও ধানের শীষ প্রতীকে ভোট চান।এ সময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইজুদ্দিন সাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির নীরব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহপরান, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ নাইম ইসলাম, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সরকার, হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আমিনুল হক রাসেল, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান প্রমুখ।এ ছাড়াও হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।