

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ,হাতিয়া, নোয়াখালী
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জাহাজমারা ইউনিয়ন ৮নং ওয়ার্ড সি ডি এস পি বাজার সংলগ্ন ইউনুস মিয়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল মালেক কে বিদায় সম্বর্ধনা দিয়েছেন মসজিদ কমিটি ও এলাকাবাসি। আজ শুক্রবার এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এতে শাহাদাত হোসেনের সঞ্চালনায় ও আলহাজ্ব মজ্জম হোসেন মিয়ার সভাপতিত্বে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম মুয়াজ্জিন ও স্থানীয় এলাকাবাসী,এসময় উপস্থিত ছিলেন,ইউনুস মিঞা জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, এসময় অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণত ইমাম মোয়াজ্জিনগণ সরকারি কোন বেতনভুক্ত নয় সে ক্ষেত্রে আমাদের উচিত উনাদেরকে অবসর ভাতা দেওয়া এবং সম্মানের সহিত বিদায় দেওয়া। এছাড়াও তিনি বলেন, এই মুয়াজ্জিন প্রায় ৩২ বছর যাবত আমাদেরকে সেবা দিয়ে আসছেন। ইউনুস মিয়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ জসীমউদ্দীন বলেন, উনি দীর্ঘদিন কর্ম জীবন নিষ্ঠার সাথে পালন করে আসছিলো এবং এলাকাবাসীর চোখে সর্বজন শ্রদ্ধাশীল ব্যক্তি। অনুষ্ঠানের শেষে এই মুয়াজ্জিনের হাতে নগদ অর্থসহ উপহার সামগ্রী হাতে তুলে দেন মসজিদ কমিটি,পরে রাজকীয় বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে মাইক্রো গাড়ি দিয়ে মসজিদ কমিটি ও এলাকাবাসী বাড়ীতে পৌঁছে দেন। এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আলেম সামাজ।