

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা, চারটি কার্গো বোট ও দুই জন চোরাকারবারি আটক করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানাধীন টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক চারটি ইঞ্জিনচালিত কাঠের কার্গো বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র না পাওয়ায় প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৪০ টন কয়লা ও দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছিল।
জব্দকৃত কয়লা, চোরাই কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে সবসময় সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।