

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশ সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি,নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলন, মো. জাফর (পিতা: আবুল হাসেম, গ্রাম: মির্জাপুর), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য কাজী মো. ইসমাইল হোসেন (পিতা: কাজী এসকান্দর, গ্রাম: পশ্চিম মেখল) এবং সন্দেহভাজন অনু দাস ওরফে অনিক (পিতা: বিনোদ লাল দাস, গ্রাম: উত্তর মার্দাশা)।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল কাদের ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) ও সার্কেল এএসপির সার্বিক নির্দেশনায় পরিচালিত অভিযানে নারী নির্যাতন মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জাফর এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামি কাজী মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়। পরে তাদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।