

নয়ন হোসেন
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে বটতলী আদর্শ কলেজের খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।
শনিবার (06/10/25) দুপুরে কলেজ প্রাঙ্গণে এই ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল।
এসময় যুবদলের সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তরুণ প্রজন্মকে সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া কর্মকাণ্ডের বিকল্প নেই।
বটতলী আদর্শ কলেজের খেলোয়াড়রা যুবদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই উপহার তাদের খেলাধুলার আগ্রহ আরও বাড়িয়ে দেবে।