

নয়ন হোসেন
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসন্ন মহিলা দল নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে অনুষ্ঠিত হয়েছে মহিলা দলের এক মতবিনিময় সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাম্মৎ শাবানা পারভিন। এতে উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির হরিপুর থানা উপদেষ্টা করিমুল স্যার, সহ-সভাপতি ইসমাইল, ৫ নং ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, ৫ নং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মজিদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুবদল সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুলুদা সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মহিলা দলের আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কর্মক্ষম করতে হবে। স্থানীয় পর্যায়ে তৃণমূল নেত্রীদের অংশগ্রহণ ও ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের প্রত্যেক সদস্যকে আগামী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শেষে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।