

নয়ন হোসেন
হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকারে হরিপুর উপজেলার নলাহার (পুকুরপাড়) এলাকায় অনুষ্ঠিত হয়েছে “বন্য পশু-পাখির অভয়াশ্রমে ভেষজ চারা রোপণ কার্যক্রম”।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন হরিপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ (ইউএনও)। তাঁর দূরদর্শী ও প্রেরণাদায়ক উদ্যোগে এ অঞ্চলে বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তোলার কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
আয়োজনে ছিল পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’, সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, হরিপুর, ঠাকুরগাঁও।
কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবক, পরিবেশপ্রেমী তরুণ, ও এলাকাবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্রজাতির ভেষজ গাছের চারা রোপণ করেন, যার মধ্যে ছিল নিম, তুলসী, অর্জুন, অশোক, আমলকীসহ নানা প্রজাতি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকেই এমন উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। ভেষজ গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, এটি মানুষ ও প্রাণী—উভয়ের জন্যই উপকারী।”
এই উদ্যোগের মাধ্যমে হরিপুরের নলাহার এলাকা ধীরে ধীরে এক অনন্য অভয়াশ্রমে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা