

নয়ন হোসেন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
“সমবায়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সোহানুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল হামিদ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মূল লক্ষ্য হলো ঐক্য, সহযোগিতা ও আত্মনির্ভরতা গড়ে তোলা। সমবায়ের মাধ্যমে কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।
আলোচনা সভা শেষে সমবায়ের সদস্যদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।