

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ” এর কমিটি গঠনের জন্য নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভার মুক্তিযোদ্ধা সন্তানদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮ টায় সোনাইমুড়ী তাজমহল রেস্টুরেন্টে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সন্তান নুর মোহাম্মদ মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান গোলাম রাব্বানী রুবেল, আবুল বাশার, ইসরাফিল মোল্লা, হাসেম ইবনে রইচ শিপন, জাবেদ মোল্লা, আবু সাইদ, আবু বকর ছিদ্দিক, মোঃ দুলাল, লিপু চক্রবর্তী, ফয়েজ উল্লাহ, নুর আহমেদ পলাশ প্রমুখ।
সভায় উপজেলা কমিটি গঠনের জন্য ৭ সদস্য বিশিষ্ট ও পৌরসভা কমিটির জন ৫ সদস্য বিশিষ্ট ২টি টিম গঠনে সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত মত বিনিময় সভায় পৃষ্ঠপোষকতা করেন মুক্তিযোদ্ধা সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামাল।