

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেটকার থেকে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।
গ্রেফতারকৃত আসামির নাম, রবিউল ইসলাম (৩৩)। গ্রেফতারকালে তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়। যিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআই জানায়, গত ২৬ এপ্রিল ভোর ৫টা ৪৫ মিনিটে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। বাসের জন্য রাস্তার পাশে অপেক্ষারত এক নারীর হাত থেকে চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে ব্যাগ টান দেয় ছিনতাইকারী। ব্যাগটি কব্জিতে জড়ানো থাকায় ভিকটিম প্রায় ২০ ফুট গাড়ির সঙ্গে টেনে হিঁচড়ে গুরুতর আহত হন।
এই ঘটনায় রমনা থানায় মামলা রুজু হলে পিবিআই স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম দক্ষিণ (এসআইএন্ডও – দক্ষিণ) মামলাটির তদন্তে নামে। পরবর্তীতে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ, সংবাদ প্রতিবেদন এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে রবিউলকে শনাক্ত করা হয়। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে রবিউল জানায়, সে এবং তার দুই সহযোগী প্রায় প্রতিদিন ভোরে প্রাইভেট কারে বেরিয়ে ছিনতাই করত। ঘটনার দিনও তারা মোট পাঁচটি ছিনতাই ঘটায়। এখন পর্যন্ত তারা ২৫ থেকে ৩০টির মতো ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পিবিআই জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।