1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাবেক এমপির নির্মাণাধীন বাড়িতে জুয়ার আসর, সেনাবাহিনীর অভিযানে আটক ৩ | সকালের খবর ২৪
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

সাবেক এমপির নির্মাণাধীন বাড়িতে জুয়ার আসর, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
Oplus_131072

পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকায় জাসদের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়িতে চলছিল জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সেখানে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন— গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন ওরফে মনু (৫৪), মাহবুব আলমের ছেলে রুবেল (৪৯) এবং আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫)। তারা সবাই পঞ্চগড় পৌর এলাকার বাসিন্দা।

অভিযান শেষে ঘটনাস্থল থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান। আদালত মনির হোসেন ও মাসুদ রানাকে ১৫ দিনের এবং রুবেলকে ১০ দিনের কারাদণ্ড দেন। এছাড়া তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে জব্দ করা হয় ৬ হাজার ৫২০ টাকা নগদ অর্থ, ছয় সেট তাস এবং তিনটি মোবাইল ফোন।

স্থানীয়রা জানান, মনির হোসেন ওরফে মনু দীর্ঘদিন ধরে পঞ্চগড় শহরে জুয়ার সিন্ডিকেট চালিয়ে আসছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের পর রাত জুয়ার আসর বসিয়ে বিপথগামীদের জড়াতেন তিনি। অভিযোগ রয়েছে, প্রতিদিন এসব আসর থেকে তিনি ৪০-৫০ হাজার টাকা আয় করতেন এবং টাকার একটি অংশ প্রভাবশালী মহলের কাছে পৌঁছে যেত।

অনেকে বলেন, মনুর কারণে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। এমনকি পাশের জেলা থেকেও জুয়ারিদের এনে বড় আসর বসাতেন তিনি। স্থানীয়দের দাবি, তিনি আওয়ামী লীগ আমলে কুখ্যাত সন্ত্রাসী হাসনাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD