

বান্দরবান জেলা সংবাদদাতাঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় “বাকরআলীবিল অরণ্য বিহার” এর শুভ ‘কঠিন চিরব দান উৎসব ও সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর বৃহস্পতিবারে বাজালীয়া ইউনিয়নের বাকরআলীবিল অরণ্য বিহারে বৌদ্ধ ধর্মীয় উৎসব ‘কঠিন চিরব দান’ ও সভা অনুষ্ঠিত হয়।
‘বাকরআলীবিল অরণ্য বিহার’ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,বাবু সুমন বড়ুয়ার সঞ্চালনায়। বড়হাতিয়া বোধিনিকেতন বিহারের বিহারাধ্যক্ষ, ভদন্ত শুদ্ধানন্ত মহাস্থবির এম.এ এর সভাপতিত্বে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত জ্ঞানানন্দ তেরো, আবাসিক আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মেরুল বাড্ডা , ঢাকা।
প্রধান সদ্ধর্মদেশক, বদন্ত এস, ধর্মতিলক স্থবির বিহারাধ্যক্ষ,মছদিয়া জ্ঞান বিকাশ বিহার, সাবেক মহাসচিব, সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতি। সাতকানিয়া অরণ্য বিহারে শুভ ‘কঠিন চিরব দান’ অনুষ্ঠানের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা. সুনাম কুমার বড়ুয়া। বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহেবিলিটেশন বিভাগ, জাতীয় অর্থোফেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্টান, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট জিকো বড়ুয়া, যুগ্ম মহাসচিব অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী।
আলোচক : বাবু সত্যপ্রিয় বড়ুয়া, সাবেক সভাপতি সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদ, বাবু মলিন কান্তি বড়ুয়া, সহ- সভাপতি, সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদ, বাবু দুলু বড়ুয়া, সহ-৷ সাধারণ সম্পাদক, সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদ, শিক্ষক তাপস বড়ুয়া,সহসাধারণ সম্পাদক,সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদ, , বাকরআলীবিল অরণ্য বিহার পরিচালনা কমিটির কার্যককরি সভাপতি বাবু বিষ্টু বড়ুয়া,বাকরআলীবিল অরণ্য বিহার পরিচালনা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক, বাবু কালামনি বড়ুয়ারসহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা এবং বিভিন্ন এলাকা হতে আগত বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা যোগদান করেন। অনুষ্ঠানের শেষে জগতের সকল প্রাণি হিতসুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণের পর কঠিন চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে কঠিন চীবর দান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।