সরাইল উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া-মলাইশ-গাজিপুর এলাকার যুবকবৃন্দের উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মলাইশ বান্নিঘাটে উক্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বুড্ডা নদী ঘাট থেকে মলাইশ নদী ঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় ছিল হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়। এর মধ্যে নারীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
আয়োজক কমিটির সভাপতি মেহরাজ আহমেদ জানান, বুল্লা থেকে ২ টি, এক্তারপুর থেকে ১টি, ক্ষমতাপুর থেকে ১টি ও বুড্ডা থেকে ১টি নৌকা বাইচে অংশ নেন। মনোমুগ্ধকর প্রতিযোগিতামুলক বাইচে বিজয়ী হয় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাবের নৌকা। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বুল্লার ফুল ইসলাম ও বাসু মিয়ার নৌকা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাসুদ রানা। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ, ২য় স্থান অর্জনকারী দলকে টিভি ও তৃতীয় স্থান অর্জনকারী দলের হাতে রাইচ কুকার তুলে দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারি সকল দলের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।