

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:
শাস্ত্র অনুসারে সনাতন বাঙালির ঘরে ঘরে আজ কো-জাগরী লক্ষ্মী পূজা । তেমনি হবিগঞ্জের মাধবপুরে সনাতন বাঙ্গালীদের ঘরে ঘরে আজ মহা আনন্দের কো- জাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় ।
কোজাগরী লক্ষ্মী পূজা বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতি বছর দুর্গাপুজোর পর পূর্ণিমা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। এই দিনটিকে কো-জাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা বলা হয়। এই দিন বাঙালি হিন্দুরা ধন-সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী লক্ষ্মীর আরাধনা করেন। বিশ্বাস করা হয়, এই রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন এবং ঘরে ঘরে খোঁজ করেন—”কো জাগরতি” অর্থাৎ, “কে জেগে আছো ?” যারা রাত জেগে দেবীর আরাধনা করেন, মা লক্ষ্মী দেবী তাঁদের আশীর্বাদ করেন এবং ধন-সম্পদ দান করেন।