

স্টাফ রিপোর্টার আলিফ হোসেন: মুন্সিগঞ্জের শ্রীনগরে পিছনে দু-হাত বাধা অবস্থায় রফিক শেখ( ৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশ সংবাদ পেয়ে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকার রানা শেখের একতলা ছাদের উপর নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানায়, নিহত রফিক শেখ পাশের রানা শেখের বাড়ীর কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঐ বাড়ীতে রাতের বেলায় অচেনা লোকজন আনাগোনা করে জানিয়ে রাত ২টার দিকে
বড় মেয়ের কাছে বলে ঘর থেকে বের হন তিনি। বাবা ঘরে না আসায় তার মেয়ে খোঁজতে বের হয় এবং দেখে রানার বাড়ীর একতলা ছাদের উপরে পিছনে দু-হাত বাধা অবস্থায় বাবার লাশ আম গাছের ডালে ঝুলতে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পরে। আশেপাশের লোকজন এসে পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের দাবী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিলো।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে বলতে পারবো। তবে এটা সাধারণ মৃত্যু নয় এখনও কোনো অভিযোগ পাই নাই পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিবো।