

আলিফ হোসেন স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর মাদ্রাসার সামনে সরকারি রাস্তার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা রহিম খানের বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে দেখা যায়, রহিম খান সরকারি রাস্তার পাশে থাকা একটি বাবলা কাঠ গাছ কর্তন করেছেন। গাছটির আনুমানিক মূল্য ১০ থেকে ১৫ হাজার টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে রহিম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বন কর্মকর্তা সেলিম খান আমার পরিচিত, আমি কোনো অনুমতি নেইনি। আমার গাছ আমি কাটছি।এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা সেলিম খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওনাদের গাছ ওনারা কাটছে। তবে আমি রহিম খানকে গাছ কাটার কোনো অনুমতি দেইনি। রাস্তার পাশের গাছ কাটতে হলে আপনাদের অনুমতি নিতে হয় এ প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে যান।