

আলিফ হোসেন স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব-তিনগাঁও গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রদীপ চক্রবর্তীর দুইটি ঘর ভস্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে প্রদীপ চক্রবর্তীর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করায় বাড়িটির মন্দিরসহ আশেপাশে থাকা বাড়িঘর রক্ষা করা সম্ভব হয়েছে।