1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
শ্রীনগরে দেদারসে চলছে অবৈধ চায়না দোয়াইর জাল কারখানা | সকালের খবর ২৪
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

শ্রীনগরে দেদারসে চলছে অবৈধ চায়না দোয়াইর জাল কারখানা

  • প্রকাশিতঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার আলিফ হোসেন:মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকার কারখানায় তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দোয়াইর জাল। এ নিয়ে দৃশ্যমান তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না উপজেলা প্রশাসনকে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ওয়াপদা এলাকায় রয়েছে জাকের পার্টির নেতা আমির হোসেন মৃধার জনতা টেইলার্স নামের দোয়াইর করাখানা। কারখানাটিতে দিনরাত সমানতালে চলে চায়না দোয়াইর তৈরির কাজ। উপজেলা প্রশাসন অভিযানে বের হলেই অদৃশ্যভাবে বন্ধ হয়ে যায় তার কারখানাটি পরবর্তীতে পুনরায় আবার দিনরাত সমান তালে চলে তার কারখানা। উপজেলার সিংপাড়া এলাকায় মোহন মেম্বার এর ছেলে সোহেল রানা দিনরাত সমান তালে চালাচ্ছে কারখানা। শ্রীনগর উপজেলার বেশ কয়েকটি এলাকায় গড়ে উঠেছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানা। ছেলেমেয়ে কাজের সুযোগ পেলেও এসব জাল উৎপাদন ও বিক্রির ফলে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। নদী, খাল ও বিল তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। অতিক্ষুদ্র ছিদ্রযুক্ত জালে অতি ক্ষুদ্রাকৃতির পোনাও ধরা পড়ে? এমনকি মাছের ডিমও আটকে যায় এ জালে? এ জালের কারণে বহু প্রজাতির মাছই বিলুপ্তির পথে? দেশের মৎস্য সম্পদ রক্ষায় চায়না দোয়াইর বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। এ বিষয়ে কারখানা মালিক জাকের পার্টির নেতা আমির হোসেন বলেন, এ ব্যবসা তো সবাই করে তার সাথে আমিও করি আমি তো একা করি না। আপনি সব জাল ব্যবসায়ীদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন আপনি সেটার সভাপতি বলে এই প্রশ্নের জবাবে সে কোন সদ উত্তর দেননি।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, জনতা টেইলার্স এখনও চলছে। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD